ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন। সৌদি আরব এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের প্রতিনিধি আব্দুলআজিজ আলওয়াসিল বলেন, সকল দেশকে অবশ্যই শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে হবে।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার অঞ্চল যুক্ত নিয়ে সৌদি আরবসহ ১৪২টি দেশ জাতিসংঘের নিন্দাসূচক রেজুলেশনের পক্ষে ভোট দেয়। সিরিয়া, নিকারাগুয়া, উত্তর কোরিয়া, বেলারুশ এবং রাশিয়া এই রেজুলেশনের বিপক্ষে ভোট দেয়। ভারত, চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
সৌদি সরকার এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনসহ সকল দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার বিষয়ে সৌদি আরব স্পষ্টভাবে এবং একাধিকবার নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল