ভারতের প্রথম ভোটার হিসেবে পরিচিত শ্যাম সরন নাগি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
জানা যায়, ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রথমবারের মতো আয়োজিত ভারতের সাধারণ নির্বাচনে তিনিই ব্যালটে প্রথম ভোট দিয়েছিলেন।
সেই থেকে এ পর্যন্ত প্রত্যেক নির্বাচনেই ভোট দিয়েছেন ভারতের এই বর্ষীয়ান নাগরিক। স্বাক্ষী হয়েছেন দেশটির নানা উত্থান পতনের।
শনিবার মারা যাওয়ার তিন আগেও তিনি হিমাচল প্রদেশের স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছেন।
শোনা যায় ভারতে প্রথম সাধারণ নির্বাচন ১৯৫২ সালে হলেও নাগির রাজ্যে ভারী তুষারপাত এড়াতে ১৯৫১ সালেই ভোট নেওয়া হয়েছিল। সেই হিসেবে এই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে ধরা হয় ভারতের প্রথম ভোটার।
সেই নির্বাচনে বড় বিজয় অর্জন করেছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল কংগ্রেস।
চলতি সপ্তাহের শুরুতেই নাগির সম্মানে লাল কার্পেট বিছিয়েছিল নির্বাচন কমিশন। ১২ নভেম্বরের নির্বাচন সামনে রেখে তিনি এবার ডাকযোগে ভোট দিয়েছিলেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এবারই প্রথম নাগি সশরীরে উপস্থি হয়ে ভোট দিতে পারেননি। অসুস্থতার কারণে তিনি বাড়িতে বসেই ডাকযোগে ভোট দেন।
২০১৪ সালে নাগিকে ভারতীয় নির্বাচন কমিশনের শুভেচ্ছা দূতও বানানো হয়েছিল। তিনি সবসময় তরুণদের ভোট দিতে উৎসাহিত করতেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল