করোনার পূর্ব সতর্কতা জারির প্রায় আড়াই বছর পর সংযুক্ত আরব আমিরাত সরকার করোনার সকল বিধিনিষেধ প্রত্যাহার করেছে। রবিবার আমিরাত সরকার জানায়, সোমবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।
আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সকল জনপরিসরে (পাবলিক প্লেস) মাস্ক পরিধান ঐচ্ছিক থাকবে। অর্থাৎ এখন থেকে দেশটিতে আর মাস্ক পরিধান করতে হবে না। তবে স্বাস্থ্য স্থাপনায় মাস্ক পরতে হবে। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন মসজিদসহ অন্যান্য ধর্মীয় স্থাপনায় ব্যক্তিগত মাদুর নিতে হবে না।
তবে করোনা পজিটিভ হলে পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। খেলাধূলার মতো বিষয়ে কর্তৃপক্ষ করোনার টিকাদানের সার্টিফিকেট চাইতে পারবে।
বিডিপ্রতিদিন/কবিরুল