ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ৩০৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির একটি অধিকার সংগঠন এই দাবি করে।
হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসাকে আটক করেছিল। পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় মামলাও করে। তবে পুলিশের দাবি, এই নারী তাদের হেফাজতে থাকলেও ‘হৃদ্যন্ত্র বিকল’ হয়ে মারা গেছেন।
মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআর শনিবার এক বিবৃতিতে জানায়, ৪১ জন শিশু ও ২৪ জন নারীসহ সরকার বিরোধী বিক্ষোভে মোট ৩০৪ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী প্রকাশ্যে গুলি করে সিস্তাস-বেলুচিস্তানের খাস শহরে অন্তত ১৬ জনকে হত্যা করেছে। এই প্রদেশে সবচেয়ে বেশি নিহত হয়েছে। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল