যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়ার সঙ্গে গোপনে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের তীব্রতা যেন আরও বৃদ্ধি না পায়, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন ইস্যুতে গোপনে আলোচনা হয়েছে কিনা সোমবার ক্রেমলিনের কাছে সাংবাদিকরা জানতে চান। তবে বিষয়টি নিয়ে রাশিয়া মন্তব্য করতে চায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই প্রতিবেদন নিয়ে আমাদের কিছু বলার নেই ।’
পুতিনের ঘনিষ্ঠ মিত্র পেসকভ বলেন, আমি পুনরায় বলছি, কিছু সত্য প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে গণমাধ্যমের অনেক রিপোর্ট ‘সম্পূর্ণ অতিরঞ্জিত।’ তিনি বলেন, রাশিয়া কিয়েভের সঙ্গে আলোচনায় উদার। কিন্তু ইউক্রেনের শান্তি আলোচনা প্রত্যাখানের কারণে সমঝোতা হচ্ছে না।
উল্লেখ্য, রবিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার সঙ্গে গোপনে বৈঠক করেছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল