জলবায়ু পরিবর্তনজনিত কারণে খরা, বন্যা ও দাবদাহ বাড়ছে বিশ্বজুড়ে, মানুষকে নামতে হচ্ছে টিকে থাকার লড়াইয়ে-সেই কথা স্মরণ করিয়ে দিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন।
মিশরে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৭ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব জানালেন, হয় পরস্পরকে সহায়তা করু না হয় বিনাশ হয়ে যান। গুতেরেসের ভাষায়, ‘হয় জলবায়ু সংহতি চুক্তি করুন না হয় সম্মিলিত আত্মহত্যার চুক্তিতে যান।’
গুতেরেস তার ভাষণে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে কার্বন নির্গমন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঐতিহাসিক চুক্তিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, সবার জন্য নবায়নযোগ্য ও সাধ্যের আওতায় থাকা জ্বালানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি কার্বন নিঃসরণের শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র ও চীনকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গুতেরেসের ভাষায়, ‘আমরা নিজেদের পায়ে হেঁটে জলবায়ু জাহান্নামের মহাসড়কের দিকে ধাবিত হচ্ছি এখনো।’
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল