যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অতি সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ‘গোপন বৈঠক’ করেছেন। যুদ্ধ যেন আরও তীব্র না হয়, এই বৈঠকে রাশিয়ার কাছে সে আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলছে, যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, গতমাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘কোনোভাবেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না।’ পুতিন বাদে রাশিয়ার অন্য প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ( পুতিন ক্ষমতাচ্যুত হয়ে অন্য কেউ প্রেসিডেন্ট হলে) বসবেন, কিন্তু পুতিনের সঙ্গে নয়।
যুক্তরাষ্ট্র গোপনে জেলেনস্কিকে এই কথা না বলার পরামর্শ দিচ্ছে। এ থেকে ধারণা করা যায়, যুদ্ধে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে, এমন অবস্থায় নেই।
ইউক্রেনে যেন সামরিক সহায়তা না দেওয়া হয়, রবিবার ইউরোপের একটি দেশে এটা নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শীত সামনে রেখে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিয়ে ব্যস্ত। এই পরিস্থিতিতে ইইউ যদি ইউক্রেনে সামরিকসহ অন্যান্য সহায়তা বন্ধ কিংবা কমিয়ে দেয়, তাহলে কিয়েভ হয়তো রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হবে। আর আলোচনায় বসে ইউক্রেন কিছু ছাড় দিলে হয়তো যুদ্ধ সাময়িক বন্ধ হলেও হতে পারে। সূত্র: আল জাজিরা, গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল