কোনো পরিষ্কার তথ্য ছাড়া কেউ যদি প্যারোডির জন্য নাম বদলান তবে তাদেরকে টুইটার থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এমন ঘোষণাই দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির নয়া মালিক ইলন মাস্ক।
এর আগেও এই বিষয়ে সতর্কতা দিয়েছিল টুইটার। তবে এবার এলো চূড়ান্ত ঘোষণা।
মাস্ক টুইটার কেনার পর বেশ কিছু অ্যাকাউন্ট তাদের নাম পরিবর্তন করে ‘ইলন মাস্ক’ রাখে। এমন কৌতুককারীদের সহজভাবে নিতে পারেননি এই ধনকুবের। এরইমধ্যে তার নামে নাম পরিবর্তন করা অ্যাকাউন্টগুলোকে বহিষ্কার করা হয়েছে।
ভবিষ্যতে এমন কেউ করলে তাকেও টুইটার থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল