ইরানের বিরুদ্ধে নরওয়ের জাতীয় সংসদের স্পিকার মাসুদ কারাখনি হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।
সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে তেহরানের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানান।
নরওয়ের জাতীয় সংসদের স্পিকার মাসুদ কারাখনি এক সাক্ষাৎকারে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় জড়িতদের উৎসাহ দেন এবং তাদেরকে সহিংসতা অব্যাহত রাখার কথা বলেন।
তিনি বলেছেন, এসব বিক্ষোভকারীর প্রতি তার সমর্থন রয়েছে। ইরানি মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ কারাখনির এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার প্রতিবাদের পর নরওয়ের রাষ্ট্রদূত বলেছেন, তিনি তেহরানের এই বক্তব্য শিগগিরই অসলোর কাছে তুলে ধরবেন।
গত মধ্য সেপ্টেম্বরে ইরানে মাহশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর সুযোগ সন্ধানিরা বিক্ষোভ সহিংসতা শুরু করে। তারা অভিযোগ করেন, পুলিশি নির্যাতনে মাহশা আমিনীর মৃত্যু হয়েছে। কিন্তু মেডিকেল পরীক্ষার রিপোর্ট বলছে, কোনও নির্যাতনে নয় বরং অসুস্থতার কারণে তার আকস্মিক মৃত্যু হয়েছে। সূত্র: প্রেসটিভি
বিডি প্রতিদিন/কালাম