যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, রাশিয়ার কাছে গোপনে অস্ত্র বিক্রি করছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়া এই অভিযোগ নাকচ করে দিয়েছে।
গত সপ্তাহে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কিরবি বলেন, ‘রাশিয়াকে উল্লেখযোগ্য সংখ্যক গোলা সরবরাহ করছে উত্তর কোরিয়া, এই তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে।
এরপর মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ এজেন্সি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের অভিযোগ গুজব। পিয়ংইয়ং রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ে কোনো কারবার করেনি ভবিষ্যতেও পরিকল্পনা নেই।’ এই অভিযোগকে যুক্তরাষ্ট্রের শত্রুতার অংশ হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর কোরিয়া আন্তোঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলসহ একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জবাবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে। এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ তুলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল