সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে খবর প্রকাশ করা হয়, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপনে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। ক্রেমলিন এটা নিয়ে কথা বলতে চায়নি। তবে যুক্তরাষ্ট্র এই তথ্য স্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার সঙ্গে আলোচনার তথ্য স্বীকার করে বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন এবং চলমান যুদ্ধে পরস্পরবিরোধী অবস্থান থাকার পরেও মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা থাকবে।
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে পারমাণবিক উত্তেজনা কীভাবে নিরসন করা যায়, তা নিয়ে রুশ কর্মকর্তাদরে সঙ্গে তাদের কর্মকর্তারা আলোচনা করেছেন। তবে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বিষয়ক কোনো আলোচনায় তারা অংশ নেননি। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল