যুক্তরাষ্ট্রের সংসদের মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট বাইডেন এবং তার দলের ভাগ্য নির্ধারণে ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার অনুষ্ঠেয় ভোটের আগে ভোটারদের সতর্ক করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ঝুঁকিতে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সমাপনী বক্তৃতায় বিভিন্ন যুক্তি তুলে ধরেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, নির্বাচনে রিপাবলিকানদের বিজয় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে পারে এবং তার অধীনে হওয়া যুক্তরাষ্ট্রের অনেক অর্জনকে উল্টে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারে।
স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের বাইরে ঐতিহাসিক বোভি স্টেট ইউনিভার্সিটিতে জনতার উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আজ আমরা একটি পরিবর্তন বিন্দুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমরা বেশ ভালোভাবেই জানি, আমাদের গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে এবং আমরা এটাও জানি, এটা রক্ষা করার সময় এখন আপনাদের।
রয়টার্স বলছে, বাইডেনের এই মন্তব্য ৮ নভেম্বরের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের গভীর রাজনৈতিক বিভাজনকেই প্রতিফলিত করছে। মঙ্গলবারের এই নির্বাচনে বিরোধী রিপাবলিকান শিবির কংগ্রেসের একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণে জয় পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল