নাটকীয়ভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন ঋষি সুনাক। সেখানে ‘আরও সবুজ পৃথিবী’ গড়ার অঙ্গীকার করেছেন তিনি। মিশরের শারম-আল-শেখে অনুষ্ঠিত ২৭তম জলবায়ু সম্মেলনে ঋষি বলেছেন, ‘জলবায়ু ও জ্বালানি নিরাপত্তা একসঙ্গেই নিশ্চিত করতে হবে’। এ জন্য ঋষি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
১২০ দেশের নেতারা যোগ দিয়েছেন মিশরে আয়োজিত জলবায়ু সম্মেলনে। গত বছর জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাজ্যের গ্লাসগোতে। জলবায়ু পরিবর্তর রোধের বিষয়ে ঋষি আরও বলেছেন, ‘ইউক্রেনে পুতিনের এই একতরফা যুদ্ধ এবং বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি জলবায়ু পরিবর্তন রোধের প্রক্রিয়াকে শ্লথ করতে পারে না। উল্টো এসব কারণে জলবায়ু পরিবর্তন রোধে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে’।
এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোকে ক্ষতিপূরণ ও সহযোগিতা নিশ্চিতের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। ঋষি বলেছেন, ‘সন্তানদের জন্য অবশ্যই আমাদের আরও সবুজ পৃথিবী গড়ে তোলা উচিত এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা উচিত। সত্যি বলতে, এখনো আশা শেষ হয়ে যায়নি’।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা