দখল করে নেওয়া খেরসন অঞ্চলে রুশ সেনারা সাধারণ মানুষের পোশাক পরে ফাঁকা বাড়িঘরগুলোতে লুটপাট চালাচ্ছে। বেসামরিক পোশাক পরে রুশ সেনারা রাস্তার মোড়ে মোড়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। ইউক্রেন এসব অভিযোগ তুলেছে।
আল জাজিরার খবর অনুসারে, কিয়েভের অভিযোগ খেরসনের লোকজনকে জোর করে সরানো হচ্ছে। এটি যুদ্ধাপরাধের সামিল। তবে মস্কোর দাবি, নিরাপত্তার স্বার্থে লোকজনকে সরানো হচ্ছে।
গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এক টুইটার বার্তায় বলেন, রাশিয়া খেরসন থেকে লোকজনকে সরানোর সুযোগ কাজে লাগিয়ে বাসিন্দাদের ফেলে যাওয়া বাড়িঘরে লুটপাট চালাচ্ছে। তারা যেসব মানুষকে সুরক্ষা দিতে এসেছিল তাদের বাড়িঘরেই লুটপাট করছে।
রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে খেরসন একটি। এটা ক্রিমিয়া উপদ্বীপের একমাত্র স্থল। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল। ইউক্রেন ও রাশিয়া উভয়ের জন্য কৌশলগতভাবে খেরসন গুরুত্বপূর্ণ শহর। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল