ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের একজন সহায়তাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বাগদাদের পুলিশ জানিয়েছে, সোমবার সড়কে গাড়িতে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ইরাকের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাণবন্ত বাণিজ্যিক জেলা কারাদাতে বসবাস করতেন তিনি। বাড়ির পাশের রাস্তায় তাকে গুলি করা হয়।
ইরাকি পুলিশের একজন মেজর জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে অস্ত্রধারী ব্যক্তি মার্কিন নাগরিককে অপহরণ করতে চেয়েছিল। গাড়িতে হত্যাকাণ্ডের শিকার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ নাগরিকের স্ত্রী ও সন্তানরাও গাড়িতে ছিলেন। কিন্তু তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এই ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল