মিশরের কারাগারে বন্দি অ্যাক্টিভিস্ট ও ব্লগার আলা আব্দেল ফাত্তাহ’র জীবন বড় রকমের ঝুঁকিতে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভোকের তুর্ক।
তিনি পরিস্থিতি বিবেচনায় ফাত্তাহকে জরুরি ভিত্তিতে কারামুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন।
তুর্ক বলেন, ‘আমি মিশরের সরকারের প্রতি আব্দেল ফাত্তাহকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। তাকে জরুরি চিকিৎসাও দেওয়া হোক।’ তুর্কের ভাষায় ‘বেশ ঝুঁকিতে আছেন ফাত্তাহ।’
ব্রিটেন ও মিশরের দ্বৈত নাগরিক ফাত্তাহকে একটি অনুমোদনহীন জমায়েতে যোগ দেওয়ার জন্য ২০১৪ সালে ৫ বছরের কারাদণ্ড দেয় মিশর সরকার। ২০২১ সালে আবার গ্রেফতার হন তিনি, এবার তাকে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ এনে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল