ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ব্যালট বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন জেইর বলসোনারো। নির্দিষ্ট কিছু ভোটিং মেশিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
প্রথম দফার নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা অংশ নেন। সেই নির্বাচনে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা পাননি। দ্বিতীয় দফায় সামান্য ব্যবধানে জিতে যান লুলা। আগামী ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে লুলা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
সুপ্রিম ইলেক্টরাল কোর্টের প্রধান বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলসোনারোর অভিযোগ খারিজ করে দিয়েছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে ভুল বিশ্বাস পোষণ করায় উল্টো বলসোনারোর ডানপন্থী লিবারেল পার্টিকে ২২ মিলিয়ন রেইস (৪.১ মিলিয়ন ডলার) জরিমানা করেছেন।
সূত্র : সিএনএন