ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা করছে রাশিয়া। এতে ইউক্রেনের ৩০ শতাংশের বেশি বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। গতকালের হামলায় লেভিভসহ কয়েকটি শহরে ব্লাকআউট (লোডশেডিং) হয়।
রাশিয়ার হামলায় ইউক্রেনে নাগরিকদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলার প্রভাব নিয়ে চিন্তিত কিনা সাংবাদিকরা বৃহস্পতিবার এমন প্রশ্ন করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার দাবি মেনে নিয়ে ইউক্রেন ভোগান্তি কমাতে পারে। পেসকভ বলেন, কোনো সামাজিক স্থাপনা নয়, সামরিক প্রাসঙ্গিকতা আছে এমন জায়গায় রাশিয়া হামলা করছে।
উল্লেখ্য, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভসহ বিভিন্ন অঞ্চলে আবারও হামলা জোরদার করেছে। জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে চলছে হামলা। বুধবার খারকিভে বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। এদিন হাসপাতালের এক প্রসূতি ওয়ার্ডে ক্ষেপণাস্ত্র হামলায় এক নবজাতক নিহত হয়েছে। ইউক্রেনে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এর মধ্যেই দেশটির এক কোটির বেশি মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের মেয়র বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউক্রেনকে সবচেয়ে ভয়াবহ শীতকাল কাটাতে হচ্ছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল