পোলান্ডের গ্রামে গত সপ্তাহে একটি ক্ষেপণাস্ত্র পড়ে দুইজন নিহত হন। এরপর ন্যাটো সদস্য জার্মানি পোলান্ডকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আগ্রহ প্রকাশ করে। পোলান্ড প্রথম এই প্রস্তাবে সাড়া দিলেও এখন বলছে, তাদের পরিবর্তে জার্মানি ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করুক।
ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া। গতকালও কিয়েভে রকেট হামলা করে রাশিয়া যাতে তিন ব্যক্তি নিহত হন। এছাড়া হামলায় ইউক্রেনের কয়েকটি শহরের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়ে যায়। মূলত এই ঘটনার পর ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের দাবি জানাচ্ছে পোলান্ড।
পোলান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজ্যাক বলেন, তাদের না দিয়ে পশ্চিম ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলে অধিক ভালো হবে। পোলান্ডের শাসকদলের প্রধান জারোস্লা কাজিনস্কি জার্মানির প্রস্তাবকে ‘ইন্টারেস্টিং’ দাবি করে বলেন, জার্মানি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে পোলান্ডের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো হবে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল