১ ডিসেম্বর, ২০২২ ২২:৩২

ফ্রান্স-যুক্তরাষ্ট্রের মধ্যে আলিঙ্গনরত দুই ভাইয়ের মতো সম্পর্ক হওয়া প্রয়োজন: ম্যাক্রঁন

অনলাইন ডেস্ক

ফ্রান্স-যুক্তরাষ্ট্রের মধ্যে আলিঙ্গনরত দুই ভাইয়ের মতো সম্পর্ক হওয়া প্রয়োজন: ম্যাক্রঁন

যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন

যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন তাকে হোয়াইট হাউসে স্বাগত জানান। ম্যাক্রঁনকে শুভেচ্ছা জানিয়ে বাইডেন বলেন, হোয়াইট হাউসে এমন ঘনিষ্ঠ বন্ধুকে স্বাগত জানাতে পেরে আমার হৃদয় আপ্লুত। ম্যাক্রঁনের উদ্দেশে বাইডেন বলেন, আমার প্রশাসনে আপনার প্রথম আগমন সত্যিই সম্মানের।   

ফরাসি প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রঁন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইউরোপীয় দেশগুলো যখন বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি তখন, আমাদের সম্পর্ক আরও একবার আলিঙ্গনরত দুই ভাইয়ের মতো হওয়া প্রয়োজন।

গত বছর যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সাবমেরিন চুক্তি কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে প্যারিসের সম্পর্কের অবনতি হয়। তবে এই ঘটনার পর দুই দেশের প্রেসিডেন্ট গভীর সম্পর্ক তৈরি করতে সমর্থ হন। বৃহস্পতিবার বাইডেনের সূচনা বক্তব্যে এটা ফুটে ওঠে।

প্রেসিডেন্ট বাইডেন ফ্রান্সকে ‘পুরাতনতম বন্ধু’ এবং ‘অবিচল অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। বাইডেন বলেন, পারস্পারিক প্রতিরক্ষার জন্য আমাদের দুই দেশের মধ্যে জোট থাকা খুবই প্রয়োজন। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার নৃশংস যুদ্ধের মধ্যে ফ্রান্স-যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল       

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর