নিজেদের তৈরি বায়োএনটেক করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ চীনে পাঠিয়েছে জার্মানি। এর মধ্য দিয়ে মহামারীর শুরুর পর প্রথমবারের চীনে ঢুকল প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী কোনও বিদেশি টিকা।
চীনে বসবাসরত জার্মানদের জন্য প্রাথমিকভাবে এই ভ্যাকসিন পাঠানো হয়েছে। জার্মানির একজন সরকারি মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কখন এবং কি পরিমাণ ভ্যাকসিন পাঠানো হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জার্মানি তাদের নাগরিক ছাড়াও চীনে বসবাসরত আরও প্রায় ২ লাখ ইউরোপিয়ান অভিবাসীর জন্য ভ্যাকসিন পাঠাতে চায়- এমনটিই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অন্যান্য দেশের অভিবাসীরাও যদি জার্মান ভ্যাকসিন নিতে চায় তাহলে তাদের যেন সেই সুযোগ দেওয়া হয় সে ব্যাপারেও জোর দেবে দেশটি।
গত মাসে বেইজিং সফর করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ওই সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি করেন চীনে বসবাসরত জার্মানদের বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হবে। ওই চুক্তির অংশ হিসেবেই চীনে নিজেদের উৎপাদিত ভ্যাকসিন পাঠিয়েছে জার্মানি। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম