ভারতের উত্তরাখণ্ডের ডুবতে থাকা শহর জোশিমঠ থেকে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকাকে দুর্যোগ কবলিত হিসেবে ঘোষণা করা হয়েছে।
ক্রমান্বয়ে দেবে যেতে থাকা ওই শহরের ছয়শ’ পরিবার ঝুঁকিপূর্ণ এলাকায় আছে বলে চিহ্নিত করার পরই শুরু হয় উদ্ধার কাজ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনা খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের কেন্দ্রীয় সরকারের দু’টো দল যাচ্ছে যোশিমঠ পর্যবেক্ষণে।
এখন পর্যন্ত ৬৮ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা সব পরিবারগুলোকেই সরিয়ে নেওয়ার কথা ভাবছে প্রশাসন।
স্থানীয়রা বলছে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কারণে এই বিপর্যয় দেখা দিয়েছে। এ জন্য সরকারের পরিকল্পনাহীন উন্নয়ন প্রকল্পকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল