১২ জানুয়ারি, ২০২৩ ২১:০০

উপ-প্রধানমন্ত্রীকে শাসিয়ে কী বললেন পুতিন

অনলাইন ডেস্ক

উপ-প্রধানমন্ত্রীকে শাসিয়ে কী বললেন পুতিন

ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপ-প্রধানমন্ত্রী দেনিস মানতুরোভকে প্রকাশ্যে শাসিয়েছেন। বুধবার ভার্চুয়ালি বৈঠকে মেজাজ হারান পুতিন।

খবরে বলা হয়েছে, নতুন বিমান ক্রয় এবং তৈরি বিলম্ব হওয়ায় উপ-প্রধানমন্ত্রী দেনিস মানতুরোভকে শাসান পুতিন। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি দেনিস মানতুরোভ দেশটির বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে আছেন।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস পুতিনের ওই বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে রুশ প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, অনেক দেরি হচ্ছে। এটি অনেক সময় নিচ্ছে। আপনি কি ভুল বোঝাচ্ছেন? কখন বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হবে?

ভিডিওতে অর্থনৈতিক পরিস্থিতি সচল রাখায় পুতিনকে অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ দিতে দেখা যায়। কিন্তু উপপ্রধানমন্ত্রী দেনিস কথা বলার সময় বার বার তাকে থামিয়ে কথা বলছিলেন পুতিন। একপর্যায়ে রুশ প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ৭০০ বিমান সঙ্গে হেলিকপ্টার…প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এখনও কিছু কিছু প্রতিষ্ঠান প্লেন নির্মাণের অর্ডার পায়নি।

পুতিনের একজন ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে উপ-প্রধানমন্ত্রী দেনিস মানতুরোভকে প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার বিভিন্ন সফরে যেতে দেখা গেছে।

পুতিনের ধমক খেয়ে মানতুরোভ জানান, তার মন্ত্রণালয় সেন্ট পিটার্সবার্গে হেলিকপ্টার নির্মাণের বিষয়ে কাজ করছে। আগে এসব হেলিকপ্টার ইউক্রেনে তৈরি করা হতো। দ্রুত এসব কাজ সম্পন্ন করতে সবার সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি। তবে তার এমন জবাবে পুতিন সন্তুষ্ট হতে পারেননি। মানতুরোভকে নির্দেশ দিয়ে পুতিন বলেন, ‘না, এটি এক মাসের মধ্যে করুন। আমরা কি ধরনের পরিস্থিতিতে আছি আপনি বুঝতে পারছেন না? এক মাসের মধ্যে এটি সম্পন্ন করতে হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর