যুদ্ধ শেষ করতে আবারও ইউক্রেনকে শর্ত জুড়ে দিলো রাশিয়া। মস্কো জানিয়েছে, ইউক্রেন আমাদের শর্ত মেনে নিলে যুদ্ধ শেষ হয়ে যাবে। ইউক্রেনের সাবেক চার প্রদেশ দনেতস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়াকে রুশ ভূখণ্ড বলে স্বীকৃতি দেওয়া, ক্রিমিয়া উপদ্বীপ থেকে নিজেদের দাবি প্রত্যাহার করে নেওয়াসহ যেসব শর্ত কিয়েভকে দিয়েছে মস্কো তা জেলেনস্কি সরকার সেসব মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘যত দ্রুত ইউক্রেনের সরকার আমাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রস্তুত হবে- তত দ্রুত এসব কিছু (যুদ্ধ) শেষ হবে…এবং ইউক্রেনের জনগণও এই ট্র্যাজেডি থেকে মুক্ত হয়ে নতুন করে তাদের জীবন শুরু করতে পারবে। আমরা সেটাই চাই।’
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের সব ভূমিই তারা নিজেদের আয়ত্তে নিতে চান। সেই ধারাবাহিকতায় ২০১৪ সালে কথিক গণভোটের মাধ্যমে নিখোঁজ হওয়া ক্রিমিয়াকেও আবার ইউক্রেনভুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। ডাভোসের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেওয়া ভাষণে জেলেনস্কি আরও বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য হলে নিজেদের সব ভূখণ্ড দখলদার মুক্ত করা।’বিডি-প্রতিদিন/শফিক