২০ জানুয়ারি, ২০২৩ ১৪:০১

দক্ষিণ কোরিয়ায় বস্তিতে আগুন, সরিয়ে নেওয়া হয়েছে ৫০০ জনকে

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় বস্তিতে আগুন, সরিয়ে নেওয়া হয়েছে ৫০০ জনকে

দক্ষিণ কোরিয়ার শ্যান্টি বস্তিতে আগুন লাগার ঘটনায় ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, শুক্রবার সকালে ওই বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে।

ওই বস্তিতে ৬৬০টি পরিবারের বসবাস। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৯০ দমকল কর্মী এবং ১০ হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী লি সাঙ-মিন জানিয়েছেন, ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন।

 

সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর