গাড়িতে বসে সিটবেল্ট না বাঁধায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, চলন্ত গাড়ির পেছনের সিটে বসে একটি ভিডিও করছিলেন ঋষি সুনাক। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।
ভিডিও করার সময় তিনি সিটবেল্ট পরে ছিলেন না। ঘটনাটি গত বৃহস্পতিবারের। ঘটনার পরদিন শুক্রবার ল্যাংকশায়ার থেকে লন্ডনে ফিরলেই তাকে জরিমানার কাগজ হাতে ধরিয়ে দেয় পুলিশ।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় এ সাজা তিনি পুরোপুরি মেনে নিয়েছেন। পাশাপাশি আইন ভাঙার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে গত বছরও লকডাউন বিধি ভঙ্গ করে জরিমানা গুনেছিলেন ঋষি সুনাক। অবশ্য তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ