নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টা ২৮ মিনিটের দিকে দেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, নেপালে যে ভূমিকম্প আঘাত হেনেছে তার মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পে কোনো হতাহত হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লিও কেঁপেছে।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলেছে, মঙ্গলবার দুপুরে ৫ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে কেঁপেছে নেপাল। এর ফলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও এর আশপাশের এলাকায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল