২৭ জানুয়ারি, ২০২৩ ১৭:১২

ইসলাম বিদ্বেষ ঠেকাতে যে উদ্যোগ নিয়েছে কানাডা

অনলাইন ডেস্ক

ইসলাম বিদ্বেষ ঠেকাতে যে উদ্যোগ নিয়েছে কানাডা

ইসলাম বিদ্বেষ যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশগুলো রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শুধু ধর্মীয় পরিচয়ে কারণে হত্যাসহ নানা নির্মমতার শিকার হচ্ছে ওইসব দেশে বসবাস করা মুসলিমরা।

এবার ইসলাম বিদ্বেষ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে কানাডা। বৃহস্পতিবার অ্যান্টি ইসলামোফোবিয়া উপদেষ্টা নিয়োগ দিয়েছে জাস্টিন ট্রুডোর প্রশাসন। প্রথমবারের মতো এই দায়িত্ব দেওয়া হয়েছে সাংবাদিক আমিরা এলহাওয়াবিকে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমিরা ইসলাম বিদ্বেষ, বর্ণবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সরকারের হয়ে কাজ করবেন।

আমিরা এক মানবাধিকার কর্মী। তিনি কানাডিয়ান রেস রিলেশন ফাউন্ডেশনের কমিউনিকেশন হেড এবং টরেন্টো স্টার পত্রিকার কলাম লেখক। এর আগে তিনি সিবিসি নিউজে এক দশকের বেশি সময় কাজ করছেন।

 

সূত্র: সিবিসি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর