ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কের আনতাকিয়া শহরের উদ্ধারকারীরা কিছু জীবিত মানুষ উদ্ধারে সংগ্রাম করছে। এর মাঝে লুটপাট ও হাইজিন সমস্য তাদের উদ্বেগ বাড়াচ্ছে।
শহরের একজন বাসিন্দা একটি ধসে পড়া ভবনে চাপাপড়ে থাকা তার সহকর্মীকে খুঁজছিলেন। তিনি বলেন, সোমবার ভূমিকম্পের পরদিন শহর ছেড়ে গ্রামে যাওয়ার আগে তিনি লুটপাট দেখেছেন। মেহমেত বোক নামে এই ব্যক্তি বলেন, লোকেরা দোকান, গাড়ির জানালা এবং বেড়া ভাঙছিল। গ্রাম থেকে ফিরে এই যুবক এখন আনতাকিয়া শহরে ধসেপড়া একটি ভবনে তার সহকর্মীকে খুঁজছেন।
দক্ষিণ-পূর্ব প্রদেশ সানলিউরফা থেকে আসা আরেক উদ্ধারকারী গিজেম বলেন, তিনি আনতাকিয়ায় থাকা অবস্থায় চারদিন লুটেরাদের দেখেছেন।
এই নারী বলেন, আমরা খুব বেশি বাধা দিতে পারিনি কারণ অধিকাংশ লুটেরা ছুরি বহন করছে। তবে শনিবার তারা একজন লুটেরাকে ধরেছেন জানিয়ে তিনি বলেন, লোকেরা তার পেছনে তাড়া করেছিল। তিনি জানান, শহরে ব্যাপক সংখ্যক পুলিশ এবং সামরিক উপস্থিতি রয়েছে। তারা ট্র্যাফিক পরিচালনা, উদ্ধারকারীদের সাহায্য এবং খাবার সরবরাহ করছে। এই সুযোগে লুট করছে কিছু মানুষ।
আনতাকিয়া শহরকে তিনি ‘মৃত্যু এবং ধ্বংসের স্থান’ হিসাবে বর্ণনা করে বলেন, যখন পৌঁছাই আমরা আমাদের চোখের জল ধরে রাখতে পারিনি। অ্যাম্বুলেন্সগুলো একনাগাড়ে সাইরেন বাজাচ্ছিল। তিনি বলেন, যদি মানুষ এখানে ধ্বংসস্তূপের নিচে না মারা যায়, তারা আহতের ক্ষতে মারা যাবে, না হলে তারা সংক্রমণে মারা যাবে। এখানে কোনো টয়লেট নেই; এটা একটা বড় সমস্যা। সব মৃতদের জন্য পর্যাপ্ত বডি ব্যাগ ছিল না বলেও জানান তিনি।বিডিপ্রতিদিন/কবিরুল