চীনের গোয়েন্দা নজদারি বেলুন ভূপাতিত করার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল যুক্তরাষ্ট্রের ভেতর-বাহির। তার মাঝেই গতকাল শনিবার আরও একটি রহস্যজনক বস্তু আকাশেই ধ্বংস করে মার্কিন যুদ্ধবিমান।
সেই বস্তুটি আসলে কী সে নিয়ে রহস্য এখনো পুরোপুরি উন্মোচন করতে পারেনি মার্কিন প্রতিরক্ষা কিংবা সামরিক দপ্তর। তার মাঝেই মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার দাবি করলেন, শনিবার ভূপাতিত করা বস্তুটিও বেলুন ছিল।
ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন আকাশে চীনা বেলুনের খোঁজ পাওয়ার পর থেকেই সতর্ক অবস্থানে আছে ওয়াশিংটন।
যদিও শেষ ভূপাতিত করা বস্তু, যেটিকে বেলুন বলেই সন্দেহ করা হচ্ছে সেটিও চীনের কিনা সে বিষয়ে চাক শুমার অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে তিনি ইঙ্গিতে বলেছেন, বিশ্বজুড়েই চীনরে এমন অনেক বেলুন ছড়িয়ে ছিটিয়ে আছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে, দ্বিতীয় বস্তুটি প্রথম বেলুনটির মতো নয়। আকারেও বেশ ছোট।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল