মার্কিন-পাকিস্তান মধ্য-স্তরের প্রতিরক্ষা সংলাপের দ্বিতীয় দফা সোমবার (আজ) ওয়াশিংটনে শুরু হচ্ছে। এই আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদারের বিভিন্ন অপশন বিবেচনা করা হবে
পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাঈদের নেতৃত্বে পাকিস্তানি দল রবিবার বিকালে ওয়াশিংটনে পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন দুই মেজর জেনারেল, দুই ব্রিগেডিয়ার এবং একজন বেসামরিক প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত আমেরিকার সচিব মুহাম্মদ মুদাসির টিপু।
তারা মার্কিন প্রতিরক্ষা বিভাগে তাদের প্রতিপক্ষের সাথে মতবিনিময় করবেন।
সেনাপ্রধানের পর সিজিএস পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রভাবশালী অফিসের প্রধান। তিনি গোয়েন্দা এবং অপারেশনাল উভয় বাহিনীরই প্রশাসনিক প্রধান।
চারদিনের (১৩-১৬ ফেব্রুয়ারি) আলোচনার আলোচ্যসূচিতে দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত বিষয় সমন্বয় ও সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এজেন্ডা কী জানতে চাইলে সূত্রটি জানায়, এতে প্রাধান্য পাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, কৌশলগত সমন্বয়, প্রধান প্রধান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা।
বিডিপ্রতিদিন/কবিরুল