কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। তুরস্ক ও সিরিয়ার জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন তিনি।
এক টুইট বার্তায় কাতারের আমির বলেন, ‘আমি আজ আমার ভাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরর সাথে দেখা করেছি। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের সর্বশেষ তথ্য জানতে পেরেছেন বলেও জানান তিনি।
শেখ তামিম বিন হামাদ আল-থানি লেখেন, আমাদের ভাইদের প্রতি আমরা সমর্থন এবং সংহতি নিশ্চিত করছি। দুর্যোগ প্রশমনের প্রচেষ্টায় অবদান রাখার অঙ্গীকার করেন তিনি।
গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর কাতারের আমির প্রথম বিদেশি নেতা যিনি তুরস্ক সফর করছেন।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এই পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন স্বজনহারা–গৃহহারা মানুষ। খাবারের জন্য হাহাকার চলছে। একটু গরম খাবারের আশায় রেস্তোরাঁগুলোর সামনে ভিড় করছে মানুষ। ক্রমশ সে সারি আরও দীর্ঘ হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল