চীনা নজরদারি বেলুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সাথে যোগাযোগ করেছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রবিবার এই তথ্য জানিয়েছেন।
প্রতিরক্ষা সহকারী সেক্রেটারি মেলিসা ডাল্টন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নিয়ে পিআরসির সাথে যোগাযোগ করা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যুদ্ধবিমান দিয়ে তাদের আকাশে অবস্থান করা একটি বেলুন গুলি করে ভূপাতিত করে। এরপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু চীন ওই আহ্বান প্রত্যাখান করে।
চীন দাবি করে, তাদের ওই বেলুন ছিল বেসামরিক যান যা আবহাওয়ার তথ্য সংগ্রহ করছিল। যুক্তরাষ্ট্র এটা নিয়ে অতিরিক্তি প্রতিক্রিয়া দেখিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের এই দায়িত্বজ্ঞানহীন এবং গুরুতর ভুল পদ্ধতি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংলাপে উপযুক্ত পরিবেশ তৈরি করেনি। যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের ওপর জোর দিয়েছে যা আন্তর্জাতিক অনুশীলনের গুরুতর লঙ্ঘন। এটি একটি খারাপ নজির স্থাপন করেছে।
তবে চীনের সাথে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র কী বলেছে কিংবা ওপারপ্রান্তে কে ছিল তার বিস্তারিত তথ্য প্রকাশ করেনেনি মেলিসা ডাল্টন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল