ইউক্রেনে রাশিয়া বিজয়ী হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পোল্যান্ড।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করে তাহলে চলমান সংঘাতে জিতে যেতে পারে রাশিয়া।
ফ্রান্সের লা ফিগারও পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট।
পত্রিকার পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয়, চলমান সংঘাতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিজয়ী হতে পারে কি না। জবাবে আন্দ্রেজ দুদা বলেন, “হ্যাঁ, তারা জিততে পারে যদি কি না ইউক্রেন জরুরি ভিত্তিতে অস্ত্রের সহযোগিতা না পায়।”
তিনি আরও বলেন, “কিয়েভ সরকারের কাছে আধুনিক সামরিক সরঞ্জাম এবং অবকাঠামো নেই কিন্তু তাদের লোকজন আছে। যদি আমরা তাদের কাছে আগামী সপ্তাহগুলোতে সামরিক সরঞ্জাম না পাঠাই তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট জিতে যেতে পারেন।”
আন্দ্রেজ দুদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তিনি বিজয়ী হতে পারেন এবং আমরা জানি না তিনি কোথায় থামবেন।” সূত্র: ইউক্রেনস্কা প্রাভদা, রিপাবলিক ওয়ার্ল্ড
বিডি প্রতিদিন/কালাম