ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে হত্যা করেছে। নিহত কুসাই রাদওয়ানের পেটে গুলি লাগে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সিএনএনের খবর অনুসারে, রবিবার সন্ধ্যায় এই অভিযানের লক্ষ্য ছিল জিব্রিল জুবেইদি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ইসরায়েলের।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, বর্ডার পুলিশ এবং ইসরায়েল সিকিউরিটি এজেন্সি বলেছে, অভিযানের সময়, ‘সশস্ত্র ব্যক্তিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। প্রকাশ্যে গুলি চালিয়ে এর পাল্টা জবাব দেওয়া হয়। সন্দেহভাজনরা বাহিনীর দিকে বিস্ফোরক ডিভাইস এবং পাথর নিক্ষেপ করে বলেও দাবি ইহুদি সেনাদের।’
ইসরায়েলের বিবৃতিতে আরও বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় আহত হওয়া বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি সম্পর্কে তারা অবগত আছে।
রবিবার জেনিনের একটি ভিডিওতে অন্তত সাতটি ইসরায়েলি সামরিক যান শহরে প্রবেশ করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে বহুতল ভবনের পেছন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয়রা জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ধোঁয়া বোমা ব্যবহার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল