জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে আর্জেন্টিনার অর্ধেকের বেশি মানুষ। রাজধানী বুয়েন্স আইরেসসহ অনেক গুরুত্বপূর্ণ শহরে বিদ্যুৎ নেই।
একটি খোলা মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাব জানা গেছে। আগুন মাঠের ওপর দিয়ে যাওয়া দেশটির ‘কোস্টাল জোনের’ বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়লে শুরু হয় বিপর্যয়।
বড় ধরনের বিপদ এড়াতে বাধ্য হয়ে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
আর্জেন্টিনায় এখনো গরমকাল চলছে। তীব্র দাবদাহ এবং মারাত্মক খরায় দক্ষিণ আমেরিকার দেশটি রীতিমত পুড়ছে। অনেক এলাকায় তাপমাত্রা বেশ কিছুদিন ধরেই টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে।
জানা গেছে, শুধু রাজধানী শহরেই দেড় লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
দেশটির জ্বালানি মন্ত্রী অবশ্য যতদ্রুত সম্ভব বিদ্যুৎ ব্যবস্থা কার্যকর করার আশ্বাস দিয়েছেন।
দেশটিতে এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় এর আগেও ঘটেছে। ২০১৯ সালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে আর্জেন্টিনা এবং প্রতিবেশী উরুগুয়ের লাখ লাখ মানুষ অন্ধকারে ছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        