আফগানিস্তানের উত্তর অঞ্চলে অবস্থিত বালখ প্রদেশে তালেবানের প্রাদেশিক গভর্নরসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বালখের গভর্নর মোহাম্মদ দাউদ মোজাম্মিলসহ সকালে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী মাজার-ই শরিফের গভর্নর অফিসের তৃতীয় তলায় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।
পুলিশের এই মুখপাত্র বলেন, ‘এটা একটা আত্মঘাতী হামলা ছিল। গভর্নরের অফিসে আত্মঘাতী বোমারু কিভাবে পৌঁছাল সে সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে শাসক তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী আইএসআইএলের আঞ্চলিক শাখা ‘আইএস-কে’ কে সন্দেহ করা হচ্ছে।
২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর গভর্নর মোজাম্মিল তালেবানের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব যিনি আত্মঘাতী হামলার শিকার হলেন।
তালেবান ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে সহিংসতা কমেছে। কিন্তু আইএসআইয়ের খোরাসান শাখা বেশ কয়েকটি হামলা চালিয়েছে যাতে বেশ হতাহত হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল