শিরোনাম
১৩ মার্চ, ২০২৩ ১৬:৪১

রাশিয়া-ইউক্রেন, নোনা নগর বাখমুতে এগিয়ে কারা?

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন, নোনা নগর বাখমুতে এগিয়ে কারা?

ইউক্রেনের লবণ ও অন্যান্য খনি সমৃদ্ধ শহর বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া। সেখানে রুশ বাহিনীর সাথে লড়ছে পুতিন সমর্থিত ওয়াগনার সেনারাও।

বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ওয়াগনাররা আরও বিস্ফোরক পাঠানোর দাবি জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের কাছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুতে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। আর যুদ্ধও আগাচ্ছে ধীরগতিতে।

ব্রিটিশ গোয়েন্দা তথ্য বলছে, বাখমুতের পশ্চিমাঞ্চলের কিছুটা এখন ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে। আর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, গত কয়েক দিনে বাখমুতে ১১০০ রুশ সেনা নিহত হয়েছে। তিনি বলেন, ‘এক সপ্তাহেরও কম সময়ে ৬ মার্চ থেকে কেবল বাখমুতেই আমরা ১১শ’র বেশি শত্রু সেনাকে হত্যা করেছি। রাশিয়া সেখানে বর্তমানে বড় ধরনের ক্ষতির মুখে আছে।’

জেলেনস্কি আরও দাবি করেছেন, বাখমুতে ওই সময়ে আরো দেড় হাজার ‍রুশ সেনা মারাত্মকভাবে জখম হয়েছে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ওই এলাকায় আরও সামরিক অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার) ২২০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করার দাবি করেছে রুশ মন্ত্রণালয়টি। এসময় ইউক্রেনের বেশকিছু অস্ত্র ও সামরিক যানবাহন ধ্বংস করার দাবিও করেছে মস্কো।

 

সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর