শিরোনাম
২৩ মার্চ, ২০২৩ ১৫:৪৬

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, কড়া হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, কড়া হুঁশিয়ারি চীনের

চীনের সামরিক বাহিনীর দাবি তারা দক্ষিণ চীন সাগরে তাদের জলসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ সনাক্ত করেছে। তাই দ্রুত অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা জাহাজটিকে সরিয়ে নেয়ার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।

তবে চীনের এই দাবি অস্বীকার করেছে মার্কিন নৌবাহিনী। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যুদ্ধজাহাজ ‘ইউএসএস মিলিয়াস’ বিতর্কি দ্বীপ এলাকার জলসীমায় প্রবেশ করেছে। এই যুদ্ধজাহাজটি গাইডেড (নির্দেশিত) ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বিশেষ সক্ষমতা সম্পন্ন বলেও দাবি করেছে বেইজিং।

চীনা বাহিনী জানিয়েছে, আইন মেনেই সাগর ও আকাশ পথে মার্কিন যুদ্ধজাহাজটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাথে এটিকে ওই জলসীমা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

চীন নিজেদের ভূখণ্ডে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের দাবি করলেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দাবি, তারা দক্ষিণ চীন সাগরে রুটিন দায়িত্বই পালন করছে। আর কোনো চীনা জাহাজ তাদের তাড়িয়েও দেয়নি। 


সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর