২৫ মার্চ, ২০২৩ ১০:১৮

ইউক্রেন-রাশিয়া: বাখমুতে এগিয়ে কারা?

অনলাইন ডেস্ক

ইউক্রেন-রাশিয়া: বাখমুতে এগিয়ে কারা?

মাসের পর মাস ধরে বাখমুত দখলে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা। বর্তমানের শহরটিতে রুশ সেনারাই বেশি সুবিধাজনক অবস্থায় আছে। 

তবে ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ বলেছেন, বাখমুতের অবস্থা এখন স্থিতিশীল।

চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দাবি করেছিল, বাখমুতে গত গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত (মৃত কিংবা আহত) হয়েছে।

ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভালেরি জিলুঝনি বলেছেন, তার সেনারা বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে জোর চেষ্টা অব্যাহত রেখেছে। অন্যদিকে মস্কোও বাখমুতে নিজেদের বিজয় ঘোষণা করার জন্য আগ্রহভরে অপেক্ষা করছে।

যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে বাখমুতের কৌশলগত গুরুত্ব সামান্য। তবে এটা প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ।

রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। যদিও ইউক্রেন দাবি করছে, বাখমুতের আশেপাশে খুব একটা ভালো অবস্থানে নেই রুশ সেনারা।


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর