২৮ মার্চ, ২০২৩ ১২:১৮

টুইটারে এখন থেকে কোন অ্যাকাউন্টধারীরা ভোট দিতে পারবেন জানালেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

টুইটারে এখন থেকে কোন অ্যাকাউন্টধারীরা ভোট দিতে পারবেন জানালেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

মাইক্রোব্লগিংস সাইট টুইটার নিয়ে ফের বিতর্কিত সিদ্ধান্ত নিলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে টুইটার পোলে ভোট দিতে পারবেন কেবল ভেরিফায়েড অ্যাকাউন্টধারীরা। 

আগামী ১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোই কোনও পোল বা জরিপে ভোট দেওয়ার যোগ্য হবে। 

সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই কোম্পানির সিইও আরও বলেছেন, ১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো নোটিফিকেশনে আসবে।

এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন ইলন মাস্ক। তবে মাস্কের টুইটের পর মন্তব্যের জন্য টুইটারের সঙ্গে বার্তাসংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাতে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সংস্থাটি।

এর আগে গত বছর মাস্ক বলেছিলেন, এখন থেকে কোম্পানির নীতিমালা বিষয়ক কোনও জরিপে শুধুমাত্র ব্লু টিকধারী ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন।

বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ২০০৯ সাল থেকে টুইটারের ভেরিফায়েড চিহ্ন হিসেবে ব্লু-টিক পরিষেবা কার্যকর রয়েছে। সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে চিহ্নিত করতেই এতদিন ব্লু-টিক ছিল অন্যতম ভরসা।

তবে এপ্রিলের ১ তারিখ থেকেই এই যুগ শেষ হতে চলেছে। এবার থেকে নির্দিষ্ট আর্থিক মূল্যের বিনিময়েই প্রোফাইলে যুক্ত করা যাবে ব্লু-টিক চিহ্নটি। গত সপ্তাহে মাস্কের এই ঘোষণার পর পোলের বিষয়ে সর্বশেষ এই বিজ্ঞপ্তি তাই বেশ তাৎপর্যপূর্ণ। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর