ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল শুক্রবার ২৫ হাজার রুপি জরিমানা করেছে গুজরাটের একটি আদলত। আর সেই ঘটনার দিন না পেরুতেই আবারও মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, গুজরাটের হাইকোর্টের আদেশ মোদীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে এলো। তিনি বলেন, ‘একজন অশিক্ষিত কিংবা কম শিক্ষিত প্রধানমন্ত্রী দেশের জন্য ভয়ংকর।’
নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ায় কেজরিওয়ালকে ২৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে তাকে এই জরিমানা পরিশোধ করতে হবে।
আদালতের দাবি, মোদীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখন সবার সামনে পরিষ্কার। এখানে গোপনীয় কিছু নেই।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল