৩ এপ্রিল, ২০২৩ ১৩:২০

সৌদি আরব সফরে মিশরের প্রেসিডেন্ট আল-সিসি

অনলাইন ডেস্ক

সৌদি আরব সফরে মিশরের প্রেসিডেন্ট আল-সিসি

আল-সিসিকে স্বাগত জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

জেদ্দায় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সৌদি সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দুই কর্মকর্তা রমজানে সাহরি খাওয়ার জন্য মিলিত হন এবং ‘দুই ভ্রাতৃপ্রতিম’ দেশের মধ্যে ঘনিষ্ঠ ও ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক, যৌথ সহযোগিতার সম্ভাবনা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নয়ন ও বিকাশের উপায় পর্যালোচনা করেন।

খবর অনুসারে, তারা ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি’র উন্নয়ন এবং সাধারণ উদ্বেগের মতো সমস্যা মোকাবিলায় তাদের প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন।

বৈঠকের পর এক টুইট বার্তায় আল-সিসি বলেন, আমি আমার ভাই, মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করে আনন্দিত। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে আমি মিশর এবং সৌদি আরবে মধ্যে দ্বিপাক্ষিক গভীর এবং শক্তিশালী সম্পর্কের প্রতিশ্রুতি দিচ্ছি। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর