১৪ এপ্রিল, ২০২৩ ১০:৩৩

নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এরদোয়ান যা বললেন

অনলাইন ডেস্ক

নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এরদোয়ান যা বললেন

তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আমি আমার জনগণকে কতটুকু ভালোবাসি তা তারা জানেন। এ জন্যই তাদের প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে।

সিএনএন তুর্ককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এরদোয়ান আরও বলেন, আমি একমাত্র রাজনীতিক, যিনি জনগণের মনের ভাষা বুঝেন।জনসভাগুলোতে আসা মানুষের মনের ভাষা আমি পড়তে পেরেছি।তারা আমাকে বলেছেন, আপনি এগিয়ে যান- আমরা আছি আপনার সঙ্গে।

তুরস্কের বর্তমান এই প্রেসিডেন্ট আরও বলেন, বিভিন্ন জরিপের পাশাপাশি আমার জনসভায় লোক সমাগমই বলে দিচ্ছে- আমার জয় নিশ্চিত।

উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে একযোগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে।এরদোয়ানসহ মোট ৩ প্রার্থী লড়ছেন প্রেসিডেন্ট পদে।এদের মূল প্রতিদ্বন্দিতা হবে এরদোয়ান এবং বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিকদারোগ্লুর মধ্যে। যদিও অর্থনৈতিক মন্দা ও ভূমিকম্পে সৃষ্ট সংকটের কারণে এবার এরদোয়ানের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রচারণা চালিয়ে আসছে।

সূত্র : হুরিয়েত নিউজ

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর