২ মে, ২০২৩ ১১:২০

আফগান পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের অনুমতি দিল জাতিসংঘ

অনলাইন ডেস্ক

আফগান পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের অনুমতি দিল জাতিসংঘ

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকিকে আফগানিস্তান থেকে পাকিস্তান ভ্রমণের অনুমতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। আল জাজিরার খবরে বলা হয়েছে, তালেবানের অন্তর্বর্তী সরকারের এই মন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন ক্যাংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার রয়টার্সের খবরে বলা হয়েছে, জাতিসংঘের পাকিস্তান মিশন নিরাপত্তা কাউন্সিলে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পাকিস্তান সফরে ছাড় দিতে আবেদন করে। ওই আবেদনে বলা হয়, ‘আমির খান মুত্তাকি ৬ মে থেকে ৯ মে’ এর মধ্যে পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।’ 

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল দীর্ঘদিন যাবত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ওপর  ভ্রমণ, সম্পদ জব্দকরণ এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। 

এর আগে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গত মাসে তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে  ‘জরুরি শান্তি’, ‘নিরাপত্তা’ এবং ‘স্থিতিশীলতা’র বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য উজবেকিস্তানের সফরের অনুমতি দিয়েছিল।   

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ পাকিস্তানের গণমাধ্যমের বরাতে খবর প্রকাশ করেছে, তালেবান সরকারের পররাষ্ট্রন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এই সফর নিয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর