৩ মে, ২০২৩ ১৯:৫৭

এবার হরমুজ প্রণালী থেকে বিদেশি তেল ট্যাংকার আটক করলো ইরান

অনলাইন ডেস্ক

এবার হরমুজ প্রণালী থেকে বিদেশি তেল ট্যাংকার আটক করলো ইরান

হরমুজ প্রণালী থেকে পানামার পতাকাবাহী এক তেল ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। 

আইন অমান্য করার কারণে এটিকে আটক করা হয়েছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

এদিকে, আমেরিকার নৌবাহিনীর পঞ্চম নৌবহর দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে যে জাহাজটিকে ইরান আটক করেছে সেটি পানামার পতাকাবাহী একটি তেল ট্যাংকার। 

এর আগে গত ২৮ এপ্রিলও মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি জাহাজকে ওমান সাগর থেকে আটক করে ইরানি বাহিনী। ওই জাহাজটি ইরানের একটি নৌযানকে ধাক্কা দিলে কয়েক জন ইরানি নাবিক আহত ও নিখোঁজ হয়।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর