ভারতের জম্মু ও কাশ্মিরের বিস্ফোরণে অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘেটে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
দেশটির একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেন, সাম্প্রতিক এক হামলায় পাঁচ সেনা নিহত হন। এ হামলার হামলাকারীদের ধরতে আজ অভিযান চালায় সেনাবাহিনী। ওই মুখপাত্র বলেন, অভিযানের সময় প্রতিশোধ নিতে সন্ত্রাসীরা বিস্ফোরক বস্তু দিয়ে হামলা চালায়। এতে দু’জন সেনা নিহত হয়েছে, এছাড়া চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আহত সেনাদের উধামপুরে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজৌরি জেলার কান্দির কেসরি হিলে অভিযান শুরু করা হয়। নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে এ অভিযান শুরু করে সেনাবাহিনী। এসব সন্ত্রাসী গত ২০ এপ্রিল সেনাদের ট্রাকে হামলায় জড়িত ছিল। হামলায় সেদিন পাঁচ সেনা নিহত হয় এবং সেনাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।বিডি-প্রতিদিন/শফিক