পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ‘সন্ত্রাসী ইন্ডাস্ট্রির মুখপাত্র’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বিলাওয়াল এখন ভারতে অবস্থান করছেন।
ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিলাওয়ালকে সন্ত্রাসী ইন্ডাস্ট্রির ন্যায্যতা দানকারী হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গোয়াতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার বৈঠক করেন। এরপর জয়শঙ্কর এমন মন্তব্য করেন।সাংবাদিকদেরকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসসিও’র সদস্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভারতে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল। এটা বহুপক্ষীয় কূটনীতির অংশ। এর বাইরে আমরা ভিন্ন কিছু দেখছি না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিলাওয়াল ভুট্টোর মধ্যে দ্বিপক্ষীয় কোনো পার্শ্ববৈঠক হয় কিনা সেটা দুই দিনের সম্মেলনের প্রধান আকর্ষণ ছিল। তবে এসসিও বৈঠকের বাইরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো বৈঠক হয়নি।
২০১৫ সাল থেকেই ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা বন্ধ রয়েছে।
গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের আসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিলাওয়াল মন্তব্য করেছিলেন, (ওসামা বিন লাদেন নিহত কিন্তু গুজরাটের কসাই বেঁচে আছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী), তা ভারতকে ক্ষিপ্ত করেছিল। সেই থেকে জয়শঙ্কর ও বিলাওয়াল শুক্রবারের আগ পর্যন্ত মুখোমুখি হননি।
বিডিপ্রতিদিন/কবিরুল