১১ মে, ২০২৩ ২৩:০৪

রকেট হামলায় ইসরায়েলে নিহত ১

অনলাইন ডেস্ক

রকেট হামলায় ইসরায়েলে নিহত ১

রকেট হামলা ঠেকাতে স্থাপিত ইসরায়েলের আইরন ডোম

রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।  

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিার সন্ধ্যা ৬টার কিছু পরেই ছোড়া রকেট রেহোভটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সরাসরি আঘাত হানে। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

খবর অনুসারে, রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে হালকা আহত হওয়ার পর ঘটনাস্থলেই পাঁচজন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সী নারী যিনি মাথায় আঘাত পেয়েছেন। 

গত দুইদিন ধরে ফিলিস্তিনে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর