ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভিডিওতে দেখা গেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সন্দেহভাজন রুশ ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করতে গুলি করা হচ্ছে।
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আকাশ থেকে পড়ছিল। তাই, স্থানীয় বাসিন্দাদের জানালা থেকে দূরে থাকতে সতর্ক করে বার্তা দেয় ইউক্রেন সরকার। এদিকে, ইউক্রেন দাবি করেছে, তারা সোমবার রাতে রাশিয়ার ছয়টি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।টুইটারে এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, ইউক্রেনের বিমান বাহিনীর আরেকটি অবিশ্বাস্য সাফল্য, গতরাতে আমাদের আকাশ রক্ষীরা রাশিয়ার ছয়টি হাইপারসনিক কিনজল ক্ষেপণাস্ত্র এবং ১২টি অন্যান্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ইউক্রেন তার প্রথম কিনজাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার এক সপ্তাহ পর বিবৃতিটি এসেছে।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত